Tuesday, September 29

ইংল্যান্ড ফিরলেও রুটের ফিরতে দেরি হবে


জো রুট। ছবি: এএফপি

করোনার পরও খেলায় ফিরতে দেরি করবেন ইংলিশ অধিনায়ক জো রুট।

করোনার পর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। কিন্তু সবকিছু ঠিক থাকলে ৮ জুলাই শুরু হতে যাওয়া সে সিরিজের প্রথম টেস্টে খেলবেন জো রুট। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক। ঘরে সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে করোনার সময়ে ক্রিকেট খেলতে চান না রুট।

২০১৭ সালে অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের হয়ে প্রতিটি টেস্টে খেলেছেন রুট। এবার খেলা ও পরিবারের মধ্যে পরিবারকে বেছে নিতে চান রুট। তবে  করোনার কারণে দুই দলকে রাখা হচ্ছে ‘জৈব-নিরাপদ’ ভেন্যুতে, যেখান থেকে সিরিজের মধ্যে কাউকে ঢুকতে-বেরোতে দেওয়ায় নিষেধাজ্ঞা থাকার সম্ভাবনা। তারওপর সন্তান জন্মের সম্ভাব্য দিন তো সব সময় না-ও মিলতে পারে। সব মিলিয়ে রুট কীভাবে কী করবেন, তা নিয়ে একটা সংশয় থাকছেই! 

ইংলিশ অধিনায়কও সাংবাদিকদের বলছিলেন, ‘সন্তান জন্মের সম্ভাব্য দিনের হিসেবটা সবকিছু একটু জটিল করে দিচ্ছে। (করোনার কারণে তৈরি) ধোঁয়াশা আর গর্ভাবস্থার এই সময়টা মিলিয়ে কখন কী হয় বলা যায় না। দলের চিকিৎসাকর্মীদের সঙ্গে সব সময় আলাপ চালিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত কীভাবে কী হবে, আমি নিজেও জানি না।’

রুটের অবর্তমানে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন সহকারী অধিনায়ক ও তাঁর বন্ধু বেন স্টোকস। অধিনায়ক হিসেবে প্রিয় বন্ধু স্টোকসে সম্পূর্ণ আস্থা আছে রুটের, ‘সে অধিনায়ক হিসেবে দারুণ হবে। তাঁর বড় গুণগুলোর মধ্যে একটি হচ্ছে, সে উদাহরণ সৃষ্টি করে নেতৃত্ব দেয়। নেট থেকে শুরু করে সবখানে, কঠিন মুহূর্তে নিজেকে সবার আগে নিংড়ে দেয়। সবাইকে এক সঙ্গে নিয়ে এগিয়ে যায়, সবার সেরাটা বের করে আনে। নেতা হিসেবে এটা স্টোকসের সেরা গুণ। সে ভালোই করবে।’

গতকাল ইংল্যান্ডের ৫৫ জন ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন রুটও। ট্রেন্ট ব্রিজে আইসিসির নিয়ম মেনে অনুশীলন করেছেন তিনি। সাবেক ইংল্যান্ড কোচ নটিংহামশেয়ার কোচ পিটার মুরস ছিলেন রুটের নেট সেশনে। দীর্ঘদিন পর নেটে ফেরার অনুভূতি নিয়ে রুট বলেন, ‘শুরুর দিকে কিছু কিছু ক্ষেত্রে জড়তা কাজ করছিল। কিছু সময় পর আবার নিজেকে ফিরে পাই। ভালো লাগছিল। অনেকদিন পর ব্যাটিং উপভোগ করলাম। এই মুহূর্তে একা একা কাজ করছি সবাই। পরে দল হয়ে অনুশীলন করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *